সেপ্টেম্বর ২৪, সিএমজি বাংলা ডেস্ক: আগামী ১ অক্টোবর গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী। এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের চীনা দূতাবাস উদযাপন করেছে দিবসটি।
এখন পর্যন্ত পাকিস্তান,পূর্ব তিমুর, ঘানা ও পেরুতে অবস্থিত চীনা দূতাবাসগুলো আয়োজন করে এ অনুষ্ঠানের।
পাকিস্তানে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। চীনের জনগণকে দিবসটি উপলক্ষে শুভেচ্ছা জানান তারা।
পুর্ব তিমুরে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তা।
তিনি বলেন, "আমাদের দুই দেশের সম্পর্ক গত ২৩ বছরে গভীর হয়েছে। দুই দেশের মধ্যে রাষ্ট্রীয় সফর এবং চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর দুই দেশের সহযোগিতা ও বন্ধুত্বকে আরও গভীর করবে”।
এদিকে ঘানায় আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা চীন-আফ্রিকা সহযোগিতার ফোরামের শীর্ষ সম্মেলন নিয়ে কথা বলেন।
এছাড়া পেরুর চীনা দূতাবাসের আয়োজিত অনুষ্ঠানে দেশটির বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করে। পাশাপাশি উপভোগ করেন সঙ্গীত পরিবেশনা।
নাহার/শান্তা