প্রস্তরযুগের শতাধিক জেড ড্রাগন আবিষ্কার উত্তর চীনে
2024-09-23 18:21:09

 

সেপ্টেম্বর ২৩, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলে পাওয়া গেছে ১০০টিরও বেশি জেড ড্রাগনের ধ্বংসাবশেষ। বিভিন্ন রং ও আকারের তিনটি জেড ড্রাগনসহ এগুলোর বেশিরভাগই প্রায় ৫ হাজার বছরের পুরনো।

 

মে থেকে শুরু হওয়া চার মাসের খননকাজে চিফেং শহরের আওহান বান্নারের ইউয়ানবাওশানে পাওয়া জেড নিদর্শনগুলোর মধ্যে একটি বড় আকারে পান্না সবুজ ড্রাগনও রয়েছে, যা উত্তর চীনে পাওয়া এ ধরনের নিদর্শনের মধ্যে সবচেয়ে বড়।

 

এর মধ্যে সবচেয়ে বড় জেড ড্রাগনটির আকার ১৫ দশমিক ৮ সেন্টিমিটার, ৯ দশমিক ৫ সেন্টিমিটার চওড়া ও ৩ সেন্টিমিটার পুরু।

 

পুরু ও শূকরের মাথার আকৃতির জেড ড্রাগন হলো প্রাচীন চীনের হোংশান সংস্কৃতির প্রতীক। এগুলো প্রস্তর যুগের গুরুত্বপূর্ণ নিদর্শন।

 

পাঁচ থেকে সাড়ে ছয় হাজার বছর আগের হোংশান সংস্কৃতির সাইটগুলো চীনা সভ্যতার আদি উৎস সম্পর্কে আরও ভালো ধারণা দেবে বলে জানান প্রত্নতাত্ত্বিকরা।

 

ফয়সল/শুভ

 

তথ্য ও ছবি: চায়না ডেইলি