সেপ্টেম্বর ২৩: চীনা কমিউনিস্টি পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং দেশের উপ-প্রধানমন্ত্রী তিং সুয়ে সিয়াং, আগামীকাল (মঙ্গলবার) চীনের কুয়াংসি প্রদেশের নাননিং শহরে, ২১তম চীন-আসিয়ান মেলা এবং চীন-আসিয়ান বাণিজ্য ও বিনিয়োগ শীর্ষসম্মেলনে অংশগ্রহণ করবেন ও ভাষণ দেবেন। আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
মুখপাত্র আরও জানান, সম্মেলনে একটি ভিডিও-বার্তা পাঠাবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তা ছাড়া, কম্বোডিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রীপরিষদ কার্যালয়ের মহাসচিব, লাওস ও ভিয়েতনামের উপ-প্রধানমন্ত্রীদ্বয়, বিদেশী শীর্ষ নেতৃবৃন্দ ও উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, এবং আসিয়ানের মহাসচিব কাও কিম উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)