উত্তর-পশ্চিম পাকিস্তানে পুলিশের গাড়িতে হামলার ১জন নিহত, ৩জন আহত
2024-09-23 14:44:54

সেপ্টেম্বর ২৩: পাকিস্তান পুলিশ গতকাল (রোববার) জানায়, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি পুলিশের গাড়িতে এদিন হামলা হয়। এতে একজন নিহত এবং তিনজন আহত হয়েছে।

 

স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, এদিন বিকেলে প্রদেশটির সোয়াত অঞ্চল গাড়িতে সড়ক বোমা হামলার শিকারে ৪জন পুলিশ হতাহত হয়। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত চালাচ্ছে।

 

এখন পর্যন্ত কোন সংস্থা বা ব্যক্তি হামলার দায়-দায়িত্ব স্বীকার করে নি।

(প্রেমা/তৌহিদ/ছাই)