চীনের আইন প্রফেশনাল পরীক্ষায় আবেদন করেছেন ৯ লাখ ৬০ হাজার
2024-09-23 18:16:22

সেপ্টেম্বর ২৩, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছর চীনের সম্মিলিত আইন প্রফেশনাল পরীক্ষার জন্য আবেদন করেছেন ৯ লাখ ৬০ হাজার পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের নৈর্ব্যক্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার ও রোববার। রোববার বিচার বিষয়ক মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় বলছে, এই বছর আবেদনকারীর সংখ্যা গেল বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ বেড়েছে।

এবারের পরীক্ষা বিভিন্ন প্রদেশ ও বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং ও ম্যাকাওয়ে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার ফলাফল ২৬ সেপ্টেম্বর প্রকাশিত হবে। এই পর্বে যারা উত্তীর্ণ হবে তারা ২৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিষয়ভিত্তিক পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর।

নাহার/ফয়সল

তথ্য ও ছবি- সিনহুয়া