বৈশ্বিক মেয়র সংলাপ হবে হ্যাংচৌতে
2024-09-23 18:22:19

 

সেপ্টেম্বর ২৩, সিএমজি বাংলা ডেস্ক: নগর শাসন এবং টেকসই উন্নয়নকে ফোকাস করে পরবর্তী বৈশ্বিক মেয়র সংলাপ অনুষ্ঠিত হবে পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের হ্যাংচৌতে। বুধবার অনুষ্ঠিতব্য এ সম্মেলনে চীনের কূটনৈতিক দূত ও অভ্যন্তরীণ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে নগর শাসনে অভিজ্ঞতা শেয়ার করবেন ১৫টি দেশ ও অঞ্চলের ২৪টি শহরের মেয়র ও তাদের প্রতিনিধিরা।

 

উদ্ভাবনী শাসন ব্যবস্থা, ডিজিটাল অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশগত পরিবেশ সুরক্ষা এবং সাংস্কৃতিক উত্তরাধিকার ও উন্নয়নে চীনা ও বিদেশি শহরগুলোর অর্জনগুলো প্রদর্শন করা হবে সম্মেলনে।

 

সম্মেলনের পাশাপাশি ‘শহর ও ডিজিটাল বাস্তবতার একীকরণ’ এবং ‘শহর এবং সবুজ উন্নয়ন’ থিমে আরও দুটি সাব-ফোরাম অনুষ্ঠিত হবে।

 

তিনটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের শহর হ্যাংচৌতে আছে ওয়েস্ট লেক কালচারাল ল্যান্ডস্কেপ, গ্র্যান্ড ক্যানেল এবং লিয়াংচু শহরের প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ। সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, বিকাশমান ডিজিটাল অর্থনীতি, অনুকূল ব্যবসায়িক পরিবেশ এবং আন্তর্জাতিক বিনিময়ের ইতিহাস রয়েছে এ শহরের। এখানে এখন ৩১টি আন্তর্জাতিক সিস্টার-সিটি রয়েছে এবং ৪২টি বিদেশি শহরের সঙ্গে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।

 

 

ফয়সল/শুভ

 

তথ্য ও ছবি: সিজিটিএন