ওয়ারশোতে চীন-পোল্যান্ড সম্পর্কের প্রতিষ্ঠাবার্ষিকীর কনসার্ট
2024-09-23 18:11:17


সেপ্টেম্বর ২৩: গতকাল (রোববার) ‘অবিস্মরণীয় সুর: গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী এবং চীন-পোল্যান্ড কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উদযাপনী কনসার্ট’  পোল্যান্ডের রাজধানী ওয়ারশোর জাতীয় ফিলহারমনিক কনসার্ট হলে আয়োজিত হয়। দু’দেশের সর্বস্তরের ৪ শতাধিক অতিথি কনসার্টে পারফর্ম করেন।

পোল্যান্ডে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সুন লিন চিয়াং তার বক্তৃতায় বলেন, সংগীত দু’দেশের মানুষের হৃদয়কে সংযুক্ত করেছে। এর মাধ্যমে দু’দেশের জনগণের বন্ধন দৃঢ়তর হয়েছে। তিনি চীন থেকে আসা অপেরাশিল্পী ও সংগীতশিল্পীদের ধন্যবাদও জানান।

একজন পোলিশ দর্শক বলেন, পোল্যান্ডে চীনা শিল্পীদের পারফরমেন্স দেখে তিনি খুব খুশি। দু’দেশের সংগীতশিল্পীদের পারফরমেন্সের ভূয়সী প্রশংসাও করেন তিনি। (ওয়াং হাইমান/আলিম/ছাই)