সেপ্টেম্বর ২৩: গতকাল (রোববার) শ্রীলঙ্কার নির্বাচন কমিশন ঘোষিত ভোট গণনার ফলাফলে দেখা গেছে, ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির নেতা অনুড়া কুমারা দিশানায়েকে গত ২১ সেপ্টেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
এই নির্বাচনে মোট ৩৮জন প্রার্থী ছিলেন। দিশানায়েক ছাড়া ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ও প্রধান বিরোধী দলের নেতা সাজিথ প্রেমাদাসা নির্বাচনে অংশ নিয়েছেন।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের আইন অনুসারে, কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পেলে তিনি সরাসরি জয়ী হন। যদি কেউ অর্ধেকের কম ভোট পান, তবে দ্বিতীয় দফা ভোটের মাধ্যমে দুই শীর্ষস্থানীয় প্রার্থীর বিজয় নির্ধারণ করা হবে।
প্রথম দফার ভোটে দিশানায়েক এবং প্রেমাদাসা যথাক্রমে ৪২.৩১ এবং ৩২.৭৬ শতাংশ ভোট পান এবং তারপরে দ্বিতীয় দফার ভোটে অংশ নেন।
(রুবি/তৌহিদ/সুবর্ণা)