চীনে শহরাঞ্চলের স্থায়ী বাসিন্দার সংখ্যা ৬৬ শতাংশ ছাড়িয়েছে
2024-09-23 18:09:54


সেপ্টেম্বর ২৩: চীনে শহরাঞ্চলের স্থায়ী বাসিন্দার সংখ্যা ২০২৩ সালের শেষ দিকে এসে দাঁড়ায় দেশের মোট জনসংখ্যার ৬৬.১৬ শতাংশে, যা ১৯৪৯ সালের চেয়ে ৫৫.৫২ শতাংশ পয়েন্ট বেশি।  চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো আজ (সোমবার) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করে।

প্রতিবেদন অনুসারে, ১৯৪৯ সালের শেষ দিক পর্যন্ত, দেশে ১২৯টি শহর ছিল এবং এসব শহরের বাসিন্দার সংখ্যা ছিল ৩৯.৪৯ মিলিয়ন। আর, ২০২৩ সালের শেষ দিকে এসে, দেশে শহরের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৯৪টিতে। এর মধ্যে, স্থায়ী বাসিন্দার সংখ্যা ৫ মিলিয়ন ছাড়িয়ে যাওয়া শহরের সংখ্যা ২৯টি এবং ১ কোটি ছাড়িয়ে যাওয়া শহরের সংখ্যা ১১টি। (ওয়াং হাইমান/আলিম/ছাই)