পরিবেশবান্ধব শহরে পরিণত হচ্ছে শাংহাই
2024-09-23 18:17:32

সেপ্টেম্বর ২৩, সিএমজি বাংলা ডেস্ক: জীবনযাত্রার মান বৃদ্ধি এবং পরিবেশবান্ধব শহরের পথে অনেকটাই এগিয়েছে চীনের শাংহাই। যদিও এ যাত্রা এখনও সম্পূর্ণ হয়নি। বিশেষ করে, শক্তি সরবরাহ, সরকারি নিয়মকানুন এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে আরও কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি স্থানীয় সরকার ২০২৪ থেকে ২০২৭ সালের মধ্যে পরিবেশবান্ধব এবং কার্বন নিঃসরণ হ্রাসসহ শহরের কর্ম পরিকল্পনা প্রকাশের পর তারা এমন মন্তব্য করেন।

এ কর্ম পরিকল্পনার অধীনে, ২০২৭ সালের শেষ নাগাদ শাংহাইয়ে ৪ দশমিক ৫ মিলিয়ন কিলোওয়াটের সৌর এবং গভীর সমুদ্রে একটি বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। এছাড়া শহরের কেন্দ্রে ৭৫ শতাংশ যানবাহন পরিবেশবান্ধব করা হবে।  রাসায়নিক শিল্প পার্কগুলোতে কার্বন নিরপেক্ষ উপকরণগুলোকেও অগ্রাধিকার দেওয়া হবে। আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সবুজ ঋণ, বন্ড, বীমা এবং অর্থায়নের অন্যান্য বিকল্পগুলো উৎসাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের শাংহাই অ্যাডভান্সড ইনস্টিটিউটের গবেষক হুয়াং ওয়েইকুয়াং জানান, শাংহাইয়ের জীবনযাত্রা মান বৃদ্ধি, মেগাসিটিতে পরিণত করতে এবং পরিবেশগত সীমাবদ্ধতা মোকাবেলা করার জন্য সবুজ পরিবর্তনকে এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় তিনি বাড়ি, কারখানা এবং শহর গড়ার সময় থেকেই পরিবেশের কথা চিন্তা করার আহ্বান জানান।

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: চায়না ডেইলি