‘বাংলাদেশে কাজ শুরু করেছে চীনা চিকিত্সা-সহায়তাদল’
2024-09-23 17:45:52

সেপ্টেম্বর ২৩: বাংলাদেশের অস্থায়ী সরকারের আমন্ত্রণে, চীনের একটি জাতীয় জরুরি চিকিত্সাদল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। দলটি পেশাদার দৃষ্টিভঙ্গির পরিচয় দেবে এবং সাম্প্রতিক ছাত্র-আন্দোলনে আহতদের যথাযথ চিকিত্সা-সেবা দেওয়ার চেষ্টা করবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (সোমবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, চীন ও বাংলাদেশ একে অপরের বন্ধু ও সুপ্রতিবেশী এবং সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। চীন বাংলাদেশের সাথে বিভিন্ন ক্ষেত্রের যোগাযোগ ও সহযোগিতা জোরদার এবং দু’দেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ককে আরও সুদৃঢ় করতে আগ্রহী। (ছাই/আলিম/ওয়াং হাইমান)