সেপ্টেম্বর ২৩: ২৭তম জাতীয় ম্যান্ডারিন প্রচার সপ্তাহের মূল অনুষ্ঠান গতকাল (রোববার) চীনের সিনচিয়াংয়ের কাশগরে আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী হুয়াই চিন ফেং ম্যান্ডারিন প্রচার কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জাতীয় ভাষা কমিটি, সিনচিয়াংকে সহায়তা দানকারী বিভিন্ন প্রদেশ ও শহর, সিনচিয়াংয়ের শিক্ষক ও শিক্ষার্থী, এবং অন্যান্য মহলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাঁরা শিক্ষা, মৌলিক পর্যায়ের সংস্থা, প্রশিক্ষণকেন্দ্র, সিনচিয়াংয়ের জন্য শিক্ষাগত সহায়তা, ও গণসেবার মতো ইস্যু নিয়ে আলোচনা করেন। (ছাই/আলিম/ওয়াং হাইমান)