যন্ত্রপাতি ও ভোক্তাপণ্য নবায়নে প্রচেষ্টা বাড়াচ্ছে চীন
2024-09-23 18:26:14


 

সেপ্টেম্বর ২৩, সিএমজি বাংলা ডেস্ক: নতুন করে বড় পরিসরে উৎপাদন সরঞ্জাম পুনঃনবায়ন ও পুরনো ভোগ্যপণ্য বদলে নতুন পণ্য নেওয়ার প্রচারে প্রচেষ্টা বাড়াচ্ছে চীন। এ প্রক্রিয়ার অংশ হিসেবে এ বছরের মধ্যে ভোক্তাদের হাতে প্রচলিত জ্বালানির ২০ লাখ যাত্রীবাহী গাড়ি বদলে কম দূষণের গাড়ি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সোমবার চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।

 

নতুন করে বড় আকারের সরঞ্জাম পুনঃনবায়ন ও ভোগ্যপণ্য বদলের কর্ম পরিকল্পনাটি এ বছরের ১৩ মার্চ প্রকাশ করে চীন। এর লক্ষ্য হলো মানুষের জন্য আরও উচ্চমানের টেকসই ভোগ্যপণ্য নিয়ে আসা, সম্পদের পুনর্ব্যবহার ও অর্থনৈতিক সঞ্চালনের গতি বাড়ানো।

 

বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের উপপরিচালক চাও ছেনসিন তিনটি মূল খাতে এ পুনঃনবায়নের রূপরেখা দিয়েছেন। তিনটি খাতই মূলত পরিবেশবান্ধব জ্বালানি ও প্রযুক্তিকে ঘিরে।

 

বিবৃতিতে জানানো হয়, চীনে এখন ৩০০ কোটির বেশি গৃহস্থালি যন্ত্রপাতি এবং ৩০ কোটিরও বেশি যানবাহন রয়েছে। এ পণ্যগুলোর জ্বালানি সক্ষমতার উন্নতি ঘটালে চীনের সামগ্রিক জ্বালানি খরচ কমানো এবং কার্বন নির্গমনের তীব্রতা কমবে বলে জানান চাও ছেনসিন।

 

ফয়সল/শুভ

 

তথ্য ও ছবি: সিসিটিভি