বঙ্গোপসাগরে ভারতীয় মাছ ধরার নৌকা ডুবে ৯জন নিখোঁজ
2024-09-23 11:31:50

সেপ্টেম্বর ২৩: গত শনিবার বঙ্গোপসাগরে ভারতীয় মাছ ধরার নৌকা ডুবে নয়জন নিখোঁজ হয়েছে। পাশাপাশি, আটজনকে উদ্ধারও করা হয়েছে। ‘জানা গেছে, এদিন ভোরে বঙ্গোপসাগরের বাগেলচর দ্বীপের কাছে পৌঁছানোর সময় টর্নেডোর কারণে নৌকাটি ডুবে যায় এবং জেলেরা সমুদ্রে হারিয়ে যায়। পরে আটজন জেলেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)