হিজবুল্লাহর সঙ্গে সামরিক সংঘর্ষ ইসরায়েলের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: মার্কিন কর্মকর্তা
2024-09-23 11:26:23

সেপ্টেম্বর ২৩: গতকাল (রোববার) মার্কিন জাতীয় নিরাপত্তা কমিটির কৌশলগত যোগাযোগ সমন্বয়কারী জন কিরবি বলেছেন, হিজবুল্লাহের সাথে সামরিক সংঘর্ষ গুরুতর করা ইসরায়েলের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তাই কূটনৈতিক পদ্ধতিতে সংঘর্ষ মোকাবিলায় চেষ্টা করবে ওয়াশিংটন।

এদিন এবিসিকে একটি সাক্ষাত্কার দেওয়ার সময় কিরবি বলেন, হিজবুল্লাহের ওপর ইসরায়েলের সামরিক অভিযান চালানো হলে দেশের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর ব্যাখ্যা দরকার। কারণ, চলমান সামরিক সংঘর্ষ ইসরায়েলের স্বার্থের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

তিনি আরো বলেন, ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের জন্মভূমিতে ফিরে আসা এবং ইসরায়েলিদের নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধ ও সংঘর্ষ এড়ানো উচিত। কূটনৈতিক পদ্ধতিতে সমস্যা মোকাবিলার সুযোগ আছে।

উল্লেখ্য, ১৭ ও ১৮ সেপ্টেম্বর লেবাননে টেলি যোগাযোগ সরঞ্জামে ধারাবাহিক বিস্ফোরণ ঘটেছে, তাতে ৩৭জন নিহত এবং ৩০০০-এরও বেশি লোক আহত হয়েছেন। ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করেছে লেবানন। ২০ সেপ্টেম্বর বৈরুতের দক্ষিণ উপকণ্ঠ এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল, তাতে হিজবুল্লাহের দুই উচ্চপদস্থ কর্মকর্তাসহ ৩৭জন প্রাণ হারিয়েছেন। ২১ সেপ্টেম্বর লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। ২২ সেপ্টেম্বর ইসরায়েলের উত্তরাঞ্চলের রামাত ডেভিড বিমান বাহিনীর ঘাঁটি ও বিমানবন্দরের ওপর দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)