জাপানে ভারী বৃষ্টিপাতে নিহত ৬
2024-09-23 18:11:51


সেপ্টেম্বর ২৩: স্থানীয় সময় গতকাল (রোববার) বিকেল পর্যন্ত, জাপানের নোটো উপদ্বীপে মুষলধারে বৃষ্টিপাতের কারণে, ৬ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। জাপানের ইশিকাওয়া প্রদেশের পুলিশ ও ফায়ার বিভাগ এ তথ্য জানিয়েছে।

ইশিকাওয়া প্রদেশের সরকারের দেওয়া ভাষ্যমতে, নিহত ৬ জনের মধ্যে ৫ জন ওয়াজিমা সিটিতে এবং একজন সুজু সিটিতে ছিলেন।

এদিকে, জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ওয়াজিমা সিটিতে ৪৮ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ৪৯৮.৫ মিলিমিটার এবং সুজু সিটিতে ৩৯৩.৫ মিলিমিটার, যা একটি রেকর্ড। ভারী বৃষ্টিপাতের ফলে একাধিক ভূমিধসের ঘটনা ঘটে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)