সেপ্টেম্বর ২৩: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং, শ্রীলংকার নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুরা দিসানায়েকেকে অভিনন্দন জানিয়ে, একটি বার্তা পাঠিয়েছেন।
বার্তায় সি বলেন, চীন ও শ্রীলংকা একে অপরের বন্ধু ও সুপ্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর, বিগত ৬৭ বছর ধরে, দু’দেশ পারস্পরিক সমঝোতা ও সমর্থনের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ঘটিয়েছে। চীন এ সম্পর্কের আরও উন্নয়নের জন্য নতুন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করে যেতে আগ্রহী।
সি আরও বলেন, তিনি শ্রীলংকার নতুন প্রেসিডেন্টের সঙ্গে দু’দেশের পারস্পরিক রাজনৈতিক আস্থা বাড়াতে কাজ করে যেতে ইচ্ছুক। আর এর উদ্দেশ্যে হবে, ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় দ্বিপক্ষীয় সহযোগিতায় আরও সাফল্য অর্জন করা, দু’দেশের বন্ধুত্বপূর্ণ কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও জোরদার করা, এবং দু’দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ সৃষ্টি করা। (ছাই/আলিম/ওয়াং হাইমান)