সেপ্টেম্বর ২৩: দু’দিনব্যাপী জাতিসংঘ ‘ভবিষ্যৎ শীর্ষসম্মেলন’ গতকাল (রোববার) নিউইয়র্কে সদর দপ্তরে উদ্বোধন করা হয়। সম্মেলনে ‘ভবিষ্যৎ চুক্তি’ ও এর পরিশিষ্ট দলিল গৃহীত হয়। তাতে অধিকতরভাবে বহুপাক্ষিক কাঠামো উন্নত করা, ভবিষ্যৎ উন্নয়ন উপযোগী করা, একটি নিরাপদ, শান্তিপূর্ণ, ন্যায়সঙ্গত, সমান, অন্তর্ভুক্ত, টেকসই ও সমৃদ্ধ বিশ্ব প্রতিষ্ঠার চেষ্টা করার কথা বলা হয়।
৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের চেয়ারম্যান ফিলেমন ইয়াং তাঁর ভাষণে বলেন, আমরা রূপান্তর ক্রসরোডে দাঁড়িয়ে অভূতপূর্ব চ্যালেঞ্জ দেখছি। ‘ভবিষ্যৎ চুক্তি’ শুধু বর্তমান সংকট মোকাবিলাই নয়, বরং টেকসই, ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ বিশ্ব শৃঙ্খলার ভিত্তি স্থাপন করবে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, বিশ্ব একটি দাঙ্গাহাঙ্গামা ও রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমানে আন্তর্জাতিক সহযোগিতা উন্নয়ন ও সংস্কার করা প্রয়োজন।
(প্রেমা/তৌহিদ/ছাই)