লেবানন ও ইসরায়েলের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান ইইউ’র
2024-09-23 10:57:06


সেপ্টেম্বর ২৩: ইইউ’র কূটনীতি ও নিরাপত্তা-বিষয়ক উচ্চ প্রতিনিধি বোরেল গতকাল (রোববার) লেবানন ও ইসরায়েলের সীমান্তে ‘ব্লু লাইনের’ উভয় দিকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন, যাতে আরও বড় মানবিক বিপর্যয় এড়ানো যায়।

বোরেল সেদিন এক বিবৃতিতে বলেন, ইইউ লেবাননের পরিস্থিতিতে অনেক উদ্বিগ্ন। লেবানন ও ইসরায়েলের বেসামরিক মানুষ উচ্চ মূল্য দিয়েছে। একবার পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু হলে তারা সবচেয়ে বড় শিকারে পরিণত হবে। কূটনৈতিক মধ্যস্থতা এবং অন্যান্য প্রচেষ্টার মাধ্যমে সম্পূর্ণ যুদ্ধ এড়াতে হবে।

একই দিনে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যাম লেবার পার্টির বার্ষিক সম্মেলনে বলেছেন, ইসরায়েল ও লেবানিজ হিজবুল্লাহর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা উদ্বেগজনক। তিনি সব পক্ষকে উদ্দেশ্য করে বলেন, উভয় পক্ষের অবিলম্বে যুদ্ধবিরতি প্রয়োজন যাতে একটি রাজনৈতিক সমাধানে পৌঁছানো যায়। ফলে ইসরায়েলি ও লেবাননের বেসামরিক নাগরিকরা তাদের বাড়িতে ফিরে যেতে পারে এবং শান্তি ও নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারে।

(রুবি/তৌহিদ/সুবর্ণা)