শাংহাই প্রদর্শনীতে প্রথমবারের মতো ‘নতুন উপকরণ’
2024-09-23 18:18:38

সেপ্টেম্বর ২৩, সিএমজি বাংলা ডেস্ক: শাংহাইতে অনুষ্ঠিত হতে চলেছে ৭ম চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপো (সিআইআইই)। আর এতে প্রথমবারের মতো আলাদা করে প্রদর্শন করা হবে চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের আবিষ্কৃত নানা ধরনের নতুন উপকরণ বা নিউ ম্যাটেরিয়াল।

শাংহাইতে এসব নতুন উপকরণের প্রদর্শনী দেখতে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি এবং ডেনমার্কের মতো দেশগুলোর শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করে সাইন আপ করেছে৷ এ প্রতিষ্ঠানের মধ্যে ফরচুন-৫০০ তালিকাভুক্ত কোম্পানিও আছে।

প্রদর্শনীতে থাকছে চীনের আবিষ্কৃত জৈবিক কোষের ঝিল্লি দিয়ে তৈরি অ্যাকোয়াপোরিন নামের একটি উপকরণ, যা ফিল্টারিং প্রযুক্তিতে ব্যবহার করা যাবে। আবার যুক্তরাষ্ট্রের কোম্পানি ইনভিস্তা নিয়ে আসবে একটি নতুন ধরনের নাইলন।

মোট তিন লাখ ৬০ হাজার বর্গ মিটার এলাকাজুড়ে হবে এ প্রদর্শনী। অংশ নেবে ১০০টিরও বেশি দেশ ও অঞ্চরের দুই হাজারেরও বেশি প্রতিষ্ঠান।

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিসিটিভি