সেপ্টেম্বর ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীনজুড়ে পালিত হচ্ছে সপ্তম চীনা ফসল তোলা উৎসব। আর এ উৎসবকে ঘিরে কৃষক ও গ্রামীণ এলাকায় কর্মরতদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট সি চিনপিং।
চীনের কৃষির অর্থনৈতিক সুবিধা বাড়ানো, কৃষকদের আয় বৃদ্ধি, গ্রামীণ এলাকায় বৃহত্তর জীবনীশক্তির প্রবেশ এবং কৃষকদের জন্য বাস্তব সুবিধা নিয়ে আসার প্রয়োজনীয়তায় জোর দিয়েছেন সি।
সি উল্লেখ করেছেন, এই বছর প্রাকৃতিক দুর্যোগ এবং অন্যান্য চ্যালেঞ্জের প্রতিকূল প্রভাব সত্ত্বেও, চীনের গ্রীষ্মকালীন শস্য উৎপাদন বেড়েছে। আগাম জাতের ধানের ফলনও ছিল স্থিতিশীল এবং চলতি বছরজুড়ে বাম্পার ফলনের আশাও করা হচ্ছে।
চীনা আধুনিকীকরণকে এগিয়ে নিতে অবিরামভাবে দেশের কৃষির ভিত্তিকে সুসংহত করে গ্রামীণ পুনরুজ্জীবনের উন্নয়ন ঘটিয়ে চীনকে একটি কৃষির পাওয়ারহাউস হিসেবে গড়ে তুলতে কৃষক ও অন্যান্য খাতের কর্মীদের আহ্বান জানান প্রেসিডেন্ট সি।
ফয়সল/নাহার
তথ্য : সিজিটিএন ফাইল ছবি: সিনহুয়া