সেপ্টেম্বর ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীনে শুরু হয়েছে ১৪তম চীন আন্তর্জাতিক ডিজিটাল পাবলিশিং এক্সপো। শনিবার দক্ষিণ চীনের হাইনান প্রদেশের হাইকোতে শুরু হয়েছে তিনদিনব্যাপী এই এক্সপো।
অনলাইন এবং অফলাইনে প্রায় ৫০০ কোম্পানি অংশগ্রহণ করছে এবারের প্রদর্শনীতে।
এবারের প্রদর্শনীতে ফোরাম, ডিজিটাল সামগ্রী তৈরি, প্রযুক্তির উদ্ভাবনের উপর গুরত্বারোপ করা হয়েছে। পাশাপাশি এবারের এক্সপোতে ডিজিটাল প্রকাশনায় আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে দেশ-বিদেশের অংশগ্রহণকারীরা আলোচনা করবেন।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি- সিনহুয়া