লেবানন থেকে সরে যেতে মার্কিনিদের প্রতি আহ্বান
2024-09-22 17:28:36


সেপ্টেম্বর ২২: লেবানন থেকে সকল মার্কিন নাগরিকদের সরে যেতে পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। গতকাল (শনিবার) দফতর এ পরামর্শ দেয়।

মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে বলেছে, হিজবুল্লাহ ও ইসরাইয়েলের দ্বন্দ্বের কারণে, লেবাননের মার্কিন দূতাবাস আমেরিকান নাগরিকদের অন্যত্র সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে।  

বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন নাগারিকদের মধ্যে যারা লেবাননে রয়ে যাবেন, তাদেরকে দূতাবাস প্রয়োজনে সাহায্য দেওয়ার মতো অবস্থায় নাও থাকতে পারে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)