প্রবৃদ্ধি ধরে রেখেছে চীনের যন্ত্রশিল্প বাণিজ্য
2024-09-22 19:07:36

সেপ্টেম্বর ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের যন্ত্রশিল্প বাণিজ্যের আমদানি ও রপ্তানি মূল্য চলতি বছরের প্রথম আট মাসে আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৬ দশমিক ৪ শতাংশ। শনিবার চায়না মেশিনারি ইন্ডাস্ট্রি ফেডারেশন (সিএমআইএফ) জানিয়েছে এ তথ্য।

ফেডারেশন জানিয়েছে, এ সময় এ শিল্পে বাণিজ্যের মোট আমদানি ও রপ্তানি মূল্য ছিল ৭৬২ বিলিয়ন মার্কিন ডলার।

এ সময়ের মধ্যে আসিয়ান দেশ ও বেল্ট অ্যান্ড রোড অংশীদার দেশগুলোয় রপ্তানি বেড়েছে আগের চেয়ে যথাক্রমে ১৪ ও ৯.৫ শতাংশ। 

শ্রেণিবিভাগ অনুসারে, যন্ত্রাংশসহ মোটরগাড়ি, কৃষি যন্ত্রপাতি ও প্রকৌশল যন্ত্রপাতির রপ্তানির গতিও ছিল স্থিতিশীল।

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিসিটিভি