সেপ্টেম্বর ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও রাশিয়ার নৌবাহিনী শনিবার রাশিয়ার একটি সামরিক বন্দরে ‘উত্তরাঞ্চল/ইন্টার্যাকশন-২০২৪’ নামের যৌথ সামরিক মহড়ার দ্বিতীয় পর্ব শুরু করেছে।
দুই পক্ষ যৌথভাবে আগামী দিনে নৌ ও বিমান এসকর্ট, সতর্ক প্রতিরক্ষা এবং আগ্নেয়াস্ত্র স্ট্রাইকসহ একাধিক মহড়া সম্পন্ন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে দুই দেশের জাতীয় সংগীত বাজানোর পর চীনা ও রাশিয়ান কমান্ডাররা বক্তৃতা দেন।
দুই পক্ষ একমত হয়েছে যে, চীন ও রাশিয়া বিশ্ব শান্তি ও উন্নয়ন রক্ষা, আঞ্চলিক সমৃদ্ধি ও স্থিতিশীলতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচারের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ শক্তি। এই মহড়া দুই সামরিক বাহিনীর মধ্যে কৌশলগত সমন্বয়কে আরও গভীর করবে, সক্ষমতা বাড়াবে এবং যৌথভাবে নিরাপত্তা হুমকির জবাব দিতে দুই পক্ষকে প্রস্তুত করবে বলেও মনে করে চীন-রাশিয়া।
মহড়ার দ্বিতীয় ধাপটি জাপান সাগর এবং ওখোটস্কের সাগরে পরিচালিত হবে। এই সময় দুটি বাহিনী যৌথ বিমান প্রতিরক্ষা, জাহাজ-এয়ারক্রাফ্ট অ্যান্টি-সাবমেরিন সমন্বয়, নৌ অভিযানে মুখোমুখি ড্রিল পরিচালনা করবে।
চীনের এক কর্মকর্তা জানান, এই উত্তরাঞ্চল ইন্টার্যাকশন হলো চীন-রাশিয়ার মধ্যে পারস্পরিক ঐকমত্য অনুসারে নির্ধারিত মহড়া প্রকল্প। প্রথম পর্বে রাশিয়ান পক্ষের সঙ্গে সংক্ষিপ্ত অভিজ্ঞতা বিনিময় করা হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে অস্ত্রের প্রকৃত ব্যবহারের ওপর আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিসিটিভি