সেপ্টেম্বর ২২: তৃতীয় খুনমিং নগর কবিতা শিল্প উৎসব ২১ সেপ্টেম্বর (শনিবার) চীনের ইউননান প্রদেশের রাজধানী খুনমিংয়ে আয়োজিত হয়েছে।
এবারের কার্যক্রমে চীন,বাংলাদেশ,ভারত,ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়াসহ একাধিক দেশ ও অঞ্চলের বিখ্যাত কবি, লেখক ও অনুবাদকরা কবিতা,সাহিত্যসহ নানা বিষয় নিয়ে গভীরভাবে মত বিনিময় করেছেন। বিভিন্ন দেশের অংশগ্রহণকারীরা আলোচনার মাধ্যমে যোগাযোগ ও বন্ধুত্বকে এগিয়ে নিয়েছেন।
এবারের দু’দিনব্যাপী কার্যক্রম বিভিন্ন দেশের কবি ও লেখকদের বিনিময়ের জন্য একটি মঞ্চ সৃষ্টি করেছে। যাতে বিশ্ববাসীদের সামনে খুনমিং শহরের ভাবমূর্তি, সংস্কৃতি ও বৈশিষ্ট্য তুলে ধরা যায়।
(আকাশ/শান্তা)