সেপ্টেম্বর ২২: ফরাসি প্রেসিডেন্টভবন, গতকাল (শনিবার), নতুন সরকারের মন্ত্রীদের তালিকা প্রকাশ করে। নতুন সরকারে ১৯ জন মন্ত্রী, ১৫ জন মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি, ও ৫ জন রাষ্ট্রসচিব রয়েছেন।
প্রকাশিত তালিকা অনুসারে, নতুন সরকারের সদস্যরা মূলত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্খোঁর মধ্যপন্থী দল ও প্রধানমন্ত্রী বার্নিয়ারের ডানপন্থী দলের সদস্য। (ছাই/আলিম/ওয়াং হাইমান)