ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে চীনা প্রতিনিধিদলের সাক্ষাৎ
2024-09-22 19:09:46

সেপ্টেম্বর ২২, সিএমজি বাংলা ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে চীনা দূতাবাসের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। সম্প্রতি দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

চীনা দূতাবাসের মিনিস্টার-কাউন্সিলর অ্যান্ড ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইনের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও ছিলেন- পলিটিকাল এটাসি রু ছী এবং সিনিয়র পলিটিকাল স্পেশালিস্ট অ্যান্ড রিসার্চ সুপারভাইজার মোর্শেদুল ইসলাম।

সাক্ষাৎকালে বাংলাদেশের বতর্মান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কারধর্মী উদ্যোগ এবং বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সৌহার্দপূর্ণ আলোচনা হয়।

এ সময় চীনা প্রতিনিধিগণ ইসলামী আন্দোলন বাংলাদেশের গঠনমূলক এবং শান্তিপূর্ণ গণমুখী রাজনীতির প্রশংসা করেন। ইসলামী আন্দোলন প্রতিনিধিরাও বাংলাদেশের প্রতি চীন সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান। 


নাহার/ফয়সল