আগস্টে চীনা বৈদ্যুতিক গাড়ির বিক্রি কমেছে জার্মানিতে
2024-09-21 18:50:16


সেপ্টেম্বর ২১, সিএমজি বাংলা ডেস্ক: জার্মান বৈদ্যুতিক যানবাহন বা ইভি  ডিলাররা বলছে, আগস্টে তাদের বিক্রি কমেছে। সম্প্রতি দেশটির অফিসিয়াল তথ্যে দেখা গেছে গত বছরের একই সময়ের চেয়ে জার্মানিতে ইভি নিবন্ধন কমেছে প্রায় ৭০ শতাংশ।


ইভির বাজারে লাগাম পরাতে ডিসেম্বরে হঠাৎ করে এ ধরনের গাড়িতে প্রণোদনা বাতিল করে বার্লিন। এর কয়েক মাস আগে, জার্মান সরকার তাদের করপোরেট ক্রেতাদের জন্য ভর্তুকিও বাতিল করেছিল, যার প্রভাব পড়েছিল জার্মান গাড়ির বাজারের প্রায় দুই-তৃতীয়াংশের ওপর।


গ্রাহকদের জন্য ইভির রক্ষণাবেক্ষণের ক্রমবর্ধমান ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জার্মান প্রতিষ্ঠান অটো সাউয়ের ব্যবস্থাপনা পরিচালক ম্যান্ডি কুনৎজ। 


ইতোমধ্যে, ইইউ’র অস্থায়ী শুল্কের পর, চীনা ইভিগুলো এখন আর সস্তায় পাওয়া যাচ্ছে না জার্মানিতে। সেই পরিপ্রেক্ষিতে ইইউ-এর এমন পদক্ষেপে একমত নয় জার্মানির গাড়ি শিল্পের বড় একটা অংশ, যারা চীনের সম্ভাব্য পাল্টা পদক্ষেপের ঝুঁকিতে রয়েছে।


ফয়সল/ঐশী


তথ্য ও ছবি: সিসিটিভি