চীন-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ওয়ার্কিং গ্রুপের প্রতিনিধিদলের সঙ্গে হ্য লিফেংয়ের সাক্ষাৎ
2024-09-21 18:49:09

সেপ্টেম্বর ২১, সিএমজি বাংলা ডেস্ক : চীনের ভাইস প্রিমিয়ার এবং চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের চীনা প্রধান হ্য লিফেং মার্কিন ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জে শ্যামবার নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক বৈঠক করেছেন।

শুক্রবার বেইজিংয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ভাইস প্রিমিয়ার বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের উচিত তাদের সান ফ্রান্সিসকো বৈঠকে এবং এই বছরের এপ্রিলে একটি ফোন কলের সময় দুই প্রেসিডেন্টের মধ্যে যে গুরুত্বপূর্ণ কথা হয়েছে তা বাস্তবায়ন করা। 

তিনি আরও বলেন, তাদের উচিৎ অর্থনৈতিক যোগাযোগ ও আদান-প্রদান বজায় রাখা, সামষ্টিক অর্থনৈতিক নীতির সমন্বয় জোরদার করা, একে অপরের উদ্বেগকে যথাযথ গুরুত্ব দেওয়া।

চীন-মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কের সুষ্ঠু উন্নয়নে কাজ করার কথাও তিনি উল্লেখ করেন।

বৈঠকে শ্যামবা বলেন,  তিনি চীন-যুক্তরাষ্ট্রের পঞ্চম বৈঠকে যোগ দিতে চীনে রয়েছেন। অর্থনৈতিক ওয়ার্কিং গ্রুপ বলেছে, চীনের সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ বজায় রাখতে এবং সুস্থ অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে ইচ্ছুক মার্কিন যুক্তরাষ্ট্র।

ঐশী/ফয়সল

তথ্য ও ছবি : সিসিটিভি