কম্বোডিয়ার রাজা ও রানিমাতার সঙ্গে দেখা করেছেন চীনের শীর্ষ আইনপ্রণেতা
2024-09-21 18:58:26

সেপ্টেম্বর ২১, সিএমজি বাংলা ডেস্ক: কম্বোডিয়ার রাজা নরোদম সিহামোনি এবং তার মা, সাবেক রানি নরোদম মনিনাথ সিহানুকের সঙ্গে দেখা করেছেন চীনের শীর্ষ আইনপ্রণেতা লাও ল্যচি। শুক্রবার বেইজিংয়ে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি)-এর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান চাও বলেছেন, চীন ও কম্বোডিয়ার মাঝে লৌহকঠিন বন্ধুত্ব। দুটি দেশ সুখ-দুঃখ ভাগ করে নেয় এবং একে অপরকে সাহায্য করে। দুই দেশের নেতারা যৌথভাবে চীন-কম্বোডিয়া সম্প্রদায়ের জন্য একটি উচ্চমানের যৌথ ভবিষ্যত গড়ে তোলার নেতৃত্ব দিয়েছেন।


চাও ল্যচি আরও বলেন, কম্বোডিয়ার সঙ্গে দুই দেশের নেতৃবৃন্দের কৌশলগত ঐকমত্য বাস্তবায়ন চালিয়ে যেতে, ডায়মন্ড হেক্সাগন সহযোগিতা কাঠামো সমৃদ্ধ করতে, শিল্প উন্নয়ন করিডোর এবং মাছ ও চাল করিডোর নির্মাণ করতে ইচ্ছুক চীন।


সিহমনি এবং মনিনাথ গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকীতে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, কম্বোডিয়া এক-চীন নীতি মেনে চলে।


তারা আরও বলেন, কম্বোডিয়া বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে বাস্তব সহযোগিতাকে আরও গভীর করতে এবং একটি অভিন্ন ভবিষ্যতের সঙ্গে কম্বোডিয়া-চীন সম্প্রদায় গড়ে তোলার জন্য হাত মেলাতে প্রস্তুত রয়েছে।


ফয়সল/ঐশী


তথ্য ও ছবি: সিসিটিভি