সেপ্টেম্বর ২১: জেনিভার স্থানীয় সময় গতকাল (শুক্রবার), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর মুখপাত্র মার্গারেট হ্যারিস জানান, চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত, আফ্রিকায় এমপক্সে আক্রান্ত হয় ২৫ সহস্রাধিক ব্যক্তি এবং মারা যায় ৭২৩ জন।
এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, কঙ্গোতে (ডিআরসি) ২১,৮৩৫ জন সন্দেহভাজন ও নিশ্চিত রোগী পাওয়া গেছে। এর পরই বুরুন্ডির স্থান। দেশটিতে ১৪ শতাধিক লোক এই রোগে আক্রান্ত হয়। (ওয়াং হাইমান/আলিম/ছাই)