সেপ্টেম্বর ২১: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় স্কুলের সিনচিয়াং জাতিগত ক্যাডার প্রশিক্ষণক্লাস শুরুর ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন।
নির্দেশনায় সি বলেন, সিনচিয়াংয়ের সংশ্লিষ্ট প্রশিক্ষণক্লাস সিনচিয়াংয়ের ক্যাডার গ্রুপকে শক্তিশালী করতে, সিনচিয়াংয়ের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে, এবং সিনচিয়াংয়ের সামাজিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী শান্তির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সি আরও বলেন, নতুন যাত্রায় সিনচিয়াং ক্যাডার গ্রুপের বৈশিষ্ট্য ও কাজের বাস্তব চাহিদা অনুযায়ী, নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা উন্নয়ন করতে হবে; নতুন যুগে সিপিসি’র উদ্ভাবনের ধারণা বজায় রেখে, জাতিগত অঞ্চলের মৌলিক তাত্ত্বিক বিষয় ও প্রধান ব্যবহারিক বিষয় নিয়ে গবেষণা করতে হবে।
উল্লেখ্য, সিপিসি’র কেন্দ্রীয় স্কুলের সিনচিয়াং জাতিগত ক্যাডার প্রশিক্ষণক্লাস প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীর আলোচ্য সভা আজ (শনিবার) বেইজিংয়ে আয়োজিত হয়। (ছাই/আলিম/ওয়াং হাইমান)