সেপ্টেম্বর ২১, সিএমজি বাংলা ডেস্ক : দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের সিছাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে চারটি নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। শুক্রবার বেইজিং সময় বিকেল ৫টা ৪৩ মিনিটে উৎক্ষেপণ করা হয় স্যাটেলাইটগুলো।
থিয়ানছি ২৯-৩২ নামের চারটি স্যাটেলাইট একটি খুআইচৌ-১এ ক্যারিয়ার রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয় এবং উৎক্ষেপণ মিশনের সফল সমাপ্তি শেষে পরিকল্পিত কক্ষপথে প্রবেশ করে। এ উৎক্ষেপণ কেজে-১এ ক্যারিয়ার রকেটের ৩৩তম ফ্লাইট।
ঐশী/ফয়সল
তথ্য ও ছবি : সিসিটিভি