প্যারিস প্যারালিম্পিক গেমসের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক চীনা প্রধানমন্ত্রীর
2024-09-21 18:56:05


সেপ্টেম্বর ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে ১৭তম গ্রীষ্মকালীন প্যারালিম্পিক গেমসের জন্য দেশটির প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেছেন।


বিশ্বমঞ্চে অনবদ্য পারফরম্যান্সের জন্য প্যারিস প্যারালিম্পিয়ানদের অভিনন্দন জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য লি ছিয়াং। এবারের আয়োজনে স্বর্ণপদক ও সামগ্রিক পদক তালিকায় শীর্ষে ছিল চীন।


ক্রীড়াবিদদের অধ্যবসায় ও দৃঢ়তার প্রশংসা করে লি বলেন, তাদের কৃতিত্ব শুধু খেলাধুলায় সাফল্য এনে দেয়নি, বরং চীনকে গর্বিত করেছে।


লি উল্লেখ করেছেন, ক্রীড়া প্রতিযোগিতার জন্য শুধু শারীরিক শক্তি ও দক্ষতার প্রয়োজন হয় না, ইচ্ছাশক্তি ও মনের জোর আরও গুরুত্বপূর্ণ।


লি বলেন, চীনা প্যারালিম্পিক প্রতিনিধি দলের এ সাফল্যই বলে দেয়, প্রতিবন্ধীদের উন্নয়নে চীনের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যা নতুন যুগে চীনের শক্তি, চেতনা এবং ভাবমূর্তিও ফুটিয়ে তোলে। 


ক্রীড়াবিদদের নম্র থাকতে এবং বৃহত্তর অর্জনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়ার উৎসাহ দেন লি।


এ সময় প্রধানমন্ত্রী লি ছিয়াং প্রতিবন্ধী ব্যক্তিদের সমর্থন, সামাজিক নিরাপত্তা উন্নত করতে এবং সহায়ক পরিষেবাগুলোর অগ্রগতির জন্য সমাজ থেকে আরও প্রচেষ্টার আহ্বান জানান।


ফয়সল/ঐশী


তথ্য ও ছবি: সিসিটিভি