চীনে মধ্য-শরত উত্সবে চলচ্চিত্রের বাজার ছিল চাঙ্গা
2024-09-21 18:23:53


সেপ্টেম্বর ২১: চলতি বছর চীনে মধ্য-শরত উত্সবে চলচ্চিত্রের বাজার ছিল চাঙ্গা। এ সময় চলচ্চিত্র অঙ্গনে বৈচিত্র্যের সন্ধান পান দর্শকরা এবং তাদের সন্তুষ্টির মাত্রাও ছিল উচ্চ। সম্প্রতি চীন ফিল্ম আর্কাইভের জরিপ থেকে এমন তথ্য উঠে আসে।

জরিপ অনুসারে, ২০২৪ সালের মধ্য-শরত উত্সব চলাকালে বিভিন্ন ধরনের চলচ্চিত্র দর্শকদের প্রশংসা কুড়ায়। চলচ্চিত্র বাজারের এই চাঙ্গাভাব আসন্ন জাতীয় দিবসের ছুটিতেও অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)