সেপ্টেম্বর ২১: কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ডেনিস সাসু-নুয়েসো চলতি মাসের শুরুর দিকে আয়োজিত চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামে অংশগ্রহণ করেন। ফোরামে কঙ্গো প্রজাতন্ত্র চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের আফ্রিকান সহ-সভাপতিরাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করে। এ সময় চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র সিজিটিএন-কে একটি সাক্ষাত্কার দেন দেশটির প্রেসিডেন্ট।
সাক্ষাত্কারে সাসু বলেন, ফোরামে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বক্তৃতা ছিল তাত্পর্যপূর্ণ। তিনি চীন ও আফ্রিকার যৌথ আধুনিকায়নের কথা বলেন এবং আগামী তিন বছরের জন্য যৌথ উন্নয়নকৌশল প্রস্তাব করেন। প্রস্তাবে অর্থনৈতিক ইস্যুর পাশাপাশি, বিভিন্ন সামাজিক সমস্যাকে এড্রেস করা হয়েছে; সাংস্কৃতিক একীকরণ, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, এবং উদ্ভাবন ও প্রযুক্তির কথা উল্লেখ করা হয়েছে।
সাসু বলেন, ইতিহাসে চীন কখনোই আফ্রিকার জনগণকে শোষণ করেনি বা তাদের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করেনি। প্রাচীনকালে রেশমপথের মাধ্যমে আফ্রিকার সাথে চীনের যোগাযোগ স্থাপিত হয়। কঙ্গো প্রজাতন্ত্র প্রেসিডেন্ট সি’র ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগকে সমর্থন করে। চীন চিরকাল আফ্রিকার বন্ধু থাকবে।
প্রেসিডেন্ট সাসু বলেন, চলতি বছর হলো দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী। বিগত ৬০ বছরে চীনে ব্যাপক উন্নয়ন ঘটেছে এবং দু’দেশের সম্পর্কও হয়েছে অনেক উন্নত।
তিনি আরও বলেন, ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায়, আফ্রিকার অবকাঠামো পরিকল্পনা সুষ্ঠভাবে বাস্তবায়িত হচ্ছে। এতে আফ্রিকার অবাধ বাণিজ্য অঞ্চল নির্মাণের কাজে গতি সঞ্চার হবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)