সেপ্টেম্বর ২১, সিএমজি বাংলা ডেস্ক: ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন চীন এবং সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে দেশটি। শুক্রবার লেবাননে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে দেওয়া বক্তৃতায় এ কথা বলেছেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং।
ফু ছোং বলেন, লেবাননে পেজার ও ওয়াকি-টকির মতো হাজার হাজার যোগাযোগ যন্ত্রের বিস্ফোরণে চীন গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন।
ফু যোগ করেন, যোগাযোগের সরঞ্জামগুলোর দূরবর্তী ম্যানিপুলেশনের মাধ্যমে নির্বিচারে আক্রমণে ব্যাপক বেসামরিক হতাহতের এমন ঘটনা আগে শোনা যায়নি।
তিনি বলেন, এ ধরনের কাজ নিঃসন্দেহে একটি দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার গুরুতর লঙ্ঘন, আন্তর্জাতিক আইন, বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং মানব জীবনের প্রতি চরম অবজ্ঞা।
হামলার নিন্দা জানিয়ে চীনা কূটনীতিক বলেন, পরিকল্পনাকারী ও অপরাধীদের জবাবদিহিতার জন্য ঘটনার ব্যাপক ও সময়োপযোগী তদন্তের আহ্বান জানিয়েছে চীন।
চলমান ইসরায়েল-হামাস দ্বন্দ্ব এবং ইসরাইল-হিজবুল্লাহ সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য অঞ্চলের বর্তমান পরিস্থিতি অনিশ্চিত উল্লেখ করে ফু বলেন, ইসরায়েলকে বল প্রয়োগের প্রতি মোহ কাটিয়ে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানায় চীন।
ফু বলেন, ইসরায়েলের ভুল পথে যাওয়া বন্ধ করতে প্রভাবশালী দেশগুলোকে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানায় চীন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে প্রয়োজনীয় পদক্ষেপে সমর্থন করে এবং লেবানন ও ইসরায়েলের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বানও জানান তিনি।
ফয়সল/ঐশী
তথ্য ও ছবি: সিজিটিএন