সেপ্টেম্বর ২১, সিএমজি বাংলা ডেস্ক: ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দূষিত পানি সমুদ্রে নিঃসরণ নিয়ে চীন ও জাপানের মধ্যে চুক্তিকে স্বাগত জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ’র প্রধান রাফায়েল গ্রসি। শুক্রবার এ অর্জনের নেপথ্যে চীনের ‘গঠনমূলক পদ্ধতির’ প্রশংসা করেছেন তিনি।
রাফায়েল বলেছেন, সাম্প্রতিক ইতিবাচক এ উন্নয়নে চীন ‘নির্ধারক ভূমিকা’ পালন করেছে।
জাপান সরকার একতরফাভাবে ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্র থেকে গত বছরের ২৪ আগস্ট সমুদ্রে পারমাণবিক দূষিত পানি নিঃসরণ শুরু করে।
এ অঞ্চলের অন্যতম স্টেকহোল্ডার হিসেবের জাপানের এই পদক্ষেপের দৃঢ় বিরোধিতা করে চীন এবং জাপানকে দেশীয় ও আন্তর্জাতিক উদ্বেগকে গুরুত্বের সঙ্গে মোকাবেলার আহ্বানও জানিয়েছে।
একই দিনে প্রকাশিত বিবৃতিতে গ্রসি বলেন, জাপান ও চীনসহ অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে এ বিষয়ে সমন্বয় করবে আইএইএ।
আইএইএ প্রধান আরও বলেছেন, সংস্থাটি চীন-জাপান চুক্তি বাস্তবায়নের সুবিধার্থে একটি সেতু হিসেবে কাজ করবে। এ সময় পারমাণবিক শক্তি ও প্রযুক্তির উন্নয়নে চীনের ‘চিত্তাকর্ষক’ অগ্রগতিরও প্রশংসা করেন তিনি।
চলতি বছর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় চীনের যোগদানের ৪০তম বার্ষিকী। চীনের সঙ্গে সংস্থাটির গুরুত্বপূর্ণ ও গভীর সহযোগিতার সম্পর্কের কথা তুলে ধরে গ্রসি বলেন, ভবিষ্যতে চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতার জন্য উন্মুখ আইএইএ।
ফয়সল/ঐশী
তথ্য ও ছবি: সিজিটিএন