মার্স্কের বোর্ড চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন চীনা ভাইস প্রেসিডেন্ট
2024-09-21 18:54:39


সেপ্টেম্বর ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং শুক্রবার বেইজিংয়ে এপি মোলার-মার্স্কের বোর্ডের চেয়ারম্যান রবার্ট মার্স্ক উগ্লার সঙ্গে দেখা করেছেন।


হান বলেন, মাস্র্ক চীনের সংস্কার ও উন্মুক্তকরণের শুরু থেকে চীনা শিপিং ফার্মগুলোর সঙ্গে পারস্পরিক উপকারী সহযোগিতা চালিয়েছে এবং বাস্তব ফলাফল অর্জন করেছে।


ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, ডেনমার্কসহ চীন ও ইউরোপ শক্তিশালী অর্থনৈতিক পরিপূরক সুবিধা ভোগ করে, যা এ অঞ্চলগুলোর অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকে আরও গভীর করার দৃঢ় ভিত্তি প্রদান করে।


হান বলেন, চীন উচ্চস্তরের উন্মুক্তকরণ আরও প্রসারিত করে বিশ্বমানের, বাজারভিত্তিক ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলবে যা একটি সঠিক আইনি কাঠামো দ্বারা পরিচালিত হবে।


অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের অর্জনের কথা উচ্চারণ করে রবার্ট মায়ের্স্ক বলেন, মার্স্ক চীনের সঙ্গে সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দেয়। চীনে বাজারের সুযোগ আরও অন্বেষণ করতে এবং পরিবেশবান্ধব শিপিংয়ে পারস্পরিক উপকারী সহযোগিতার উন্নয়নে ইচ্ছুক বলেও জানান তিনি।


ফয়সল/ঐশী


তথ্য ও ছবি: সিসিটিভি