সেপ্টেম্বর ২১: চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে, গতকাল (শুক্রবার) বেইজিংয়ে, এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ভাষণ দেন।
ভাষণে সি বলেন, সিপিপিসিসি হলো চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে, দেশের বিভিন্ন গণতান্ত্রিক দল, দলনিরপেক্ষ ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠন, বিভিন্ন জাতিসহ সমাজের সর্বস্তরের মানুষের প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি মহান রাজনৈতিক ব্যবস্থা। এ ব্যবস্থা চীনা বৈশিষ্ট্যময় ও উল্লেখযোগ্য রাজনৈতিক সুবিধাসমৃদ্ধ একটি বৈজ্ঞানিক, কার্যকর, ও ব্যবহারিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা। মানুষের রাজনৈতিক ব্যবস্থার উন্নয়নের ইতিহাসে এর বিশেষ মূল্য রয়েছে।
তিনি আরও বলেন, সিপিপিসিসি জনগণতন্ত্রের গোটা প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং চীনের সমাজতান্ত্রিক গণতন্ত্রের বিশেষ ব্যবস্থা। বিগত ৭৫ বছর ধরে সিপিপিসিসি ঐক্য ও গণতন্ত্রের আলোকে দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। সিপিপিসিসি’র কাজে অনেক গুরুত্বপূর্ণ সাফল্যও অর্জিত হয়েছে। নতুন যুগে সিপিপিসিসি-কে চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন, সার্বিকভাবে সংস্কার গভীরতরকরণ, উচ্চ মানের উন্নয়ন ত্বরান্বিতকরণ, এবং সামাজিক সম্প্রীতি ও স্থিতিশীলতার জন্য কাজ করে যেতে হবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)