অবসরের বয়স বাড়াতে সংস্কারের অগ্রগতিতে জোর দিলেন লি ছিয়াং
2024-09-20 18:01:40

সেপ্টেম্বর ২০, সিএমজি বাংলা ডেস্ক: চীনা আধুনিকীকরণের গতি ধরে রাখতে দেশটির বাধ্যতামূলক অবসরের বয়সসীমা ধীরে ধীরে বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী লি ছিয়াং।

বৃহস্পতিবার সংস্কার প্রচেষ্টা চালানোর বিষয়ে স্টেট কাউন্সিলের বৈঠকে এই মন্তব্য করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য লি ছিয়াং।

চীনের বয়স্ক জনগোষ্ঠীর নানা ইস্যুর সমাধান প্রদান এবং জনসংখ্যার উন্নয়নের পাশাপাশি প্রতিভাকে কাজে লাগানোর মাধ্যমে চীনা আধুনিকীকরণ সহজ করার সঙ্গে এ সংস্কার কার্যক্রম সামঞ্জস্যপূর্ণ।

তিনি উল্লেখ করেন, এ সংস্কারকাজ সামাজিক নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি জনগণের জীবনযাত্রার উন্নতির জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

স্বেচ্ছায় দেরিতে অবসরে যাওয়া এবং এক্ষেত্রে নমনীয়তার নীতি মেনে চলার ওপরও জোর দিয়েছে লি।

লি বলেন, এই সংস্কারকে সমর্থন করতে কর্মসংস্থান বাড়ানোটাও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হওয়া উচিত। তিনি শ্রমিকদের অধিকার ও স্বার্থের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি কলেজের স্নাতক ও অন্যান্য তরুণদের কর্মসংস্থান নীতি বাস্তবায়ন ও পরিমার্জনেও জোর দেন।

বয়স্কদের সুরক্ষা ও পরিষেবাগুলোকে মজবুত করতে দৃঢ় প্রচেষ্টার আহ্বানও জানান লি। শহর ও গ্রামের বাসিন্দাদের এবং অবসরপ্রাপ্তদের জন্য মৌলিক পেনশন বাড়াতে নীতির কার্যকর বাস্তবায়ন এবং জাতীয় স্তরে পেনশন বীমার সমন্বয়ের কথাও বলেন তিনি।

সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং স্টেট কাউন্সিলের ভাইস প্রিমিয়ার তিং সুয়েশিয়াং এবং স্টেট কাউন্সিলর উ চেংলং বৈঠকে যোগ দেন। স্টেট কাউন্সিলর শেন ইছিন সভায় সভাপতিত্ব করেন।

গত সপ্তাহে চীনা আইনপ্রণেতাদের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সাল থেকে পরবর্তী ১৫ বছর ধরে পুরুষদের জন্য বিধিবদ্ধ অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬৩, ক্যাডার হিসেবে কর্মরত নারীদের জন্য ৫৫ থেকে ৫৮ এবং অন্য নারী কর্মীদের জন্য ৫০ থেকে ৫৫ বছর করা হবে।

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিজিটিএন