স্যুই জিআন ১৯৬৭ সালের ১২ আগস্ট চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। চীনের কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌ শহর তাঁর পূর্বপুরুষদের জন্মস্থান। তিনি হংকংয়ের একজন গায়ক এবং অভিনেতা।
১৯৮৬ সালে স্যুই জিআন পঞ্চম টিভিবি ৮ ইন্টারন্যাশনাল চাইনিজ নিউ ট্যালেন্ট সিঙ্গিং চ্যাম্পিয়ানশিপে অংশ নেওয়ার পর ক্যাপিটাল আর্টিস্ট রেকর্ডস কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে তাঁর সংগীত ক্যারিয়া শুরু করেন। ১৯৮৮ সালের ৫ মে তিনি তাঁর প্রথম একক অ্যালবাম ‘স্যুই জিআন’ প্রকাশ করেন। যদিও অ্যালবামটির বিক্রি খুব ভালো ছিল না, তবুও তিনি হংকং বেতারের ‘সবচেয়ে প্রতিশ্রুতিশীল নতুন শিল্পী রৌপ্য পুরস্কার’ জেতেন। ‘পুরুষদের সবচেয়ে বেশি কষ্ট হয়’ ছিল স্যুই জিআনের গাওয়া একটি গান। গানটির ক্যান্টোনিজ সংস্করণ তাঁর ১৯৯৬ সালের এপ্রিলে প্রকাশিত একই নামের অ্যালবামে রাখা হয় এবং ম্যান্ডারিন সংস্করণ তাঁর ১৯৯৭ সালের ২০ অক্টোবরে প্রকাশিত ‘সব ঠিক আছে পুরাতন এবং নতুন মধ্যে বৈসাদৃশ্য ১৭টি গান’ নামে অ্যালবামে অন্তর্ভুক্ত করা হয়। ১৯৯৬ সালে তিনি গানের ক্যান্টোনিজ সংস্করণ দিয়ে ১৯তম টপ টেন চীনা গোল্ডেন মেলোডি পুরস্কার জেতেন।
১৯৯৭ সালের আগস্টে স্যুই জিআন নতুন রেকর্ডস কোম্পানি গো ইস্ট এন্টারটেইনমেন্টে যোগ দেওয়ার পর প্রথম অ্যালবাম ‘আমার আকাশ আমার গান’ প্রকাশ করেন। অ্যালবামের শিরোনাম গানটিতে সোল, পপ রক, ও বাল্লাসহ বিভিন্ন শৈলী ব্যবহৃত হয়। তিনি গানটি দিয়ে পরপর মেট্রো রেডিও হিট মিউজিক অ্যাওয়ার্ডসে হট রক গানের পুরস্কার, গোল্ডেন মুড গানের পুরস্কার এবং সেরা দশ, সেরা গানের পুরস্কার জেতেন।
১৯৯৮ সালে স্যুই জিআন এবং হংকংয়ের অন্য দু’জন বিখ্যাত কণ্ঠশিল্পী জ্যাকি জাং ও রোনাল্ড জেংয়ের সঙ্গে যৌথভাবে একটি অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামে তিনজনের সংগীত ট্যালেন্ট মিলিত হয়ে, বৈশিষ্ট্যময় সংগীত শৈলী ও প্রাণবন্ত গানের কথা যুক্ত করেন এবং সেটি তখনকার হাই প্রোফাইল গানে পরিণত হয়। অ্যালবামে রাখা গানগুলো শুধু তিনজন শিল্পীর বাস্তব শক্তি দেখায় তা নয়, বরং প্রযোজকের সংগীত প্রতিভারও প্রতিফলন ঘটায়। ফলে গানটি ক্লাসিক্যাল গানে পরিণত হয়েছে। অ্যালবামটি সংগীতে সাফল্য পাওয়ার পাশাপাশি বাজারের স্বীকৃতিও পায় এবং হংকংয়ের নতুন সংগীতের প্রতিনিধিত্বমূলক গানগুলোর অন্যতমে পরিণত হয়েছে। বন্ধুরা, তাহলে এখন আমি আপনাদের অ্যালবামের শিরোনাম গানটি ‘ক, খ, গ, ঘ’ শোনাব, কেমন? সঙ্গে সঙ্গে শোনাব অ্যালবামে রাখা অন্য একটি গান ‘এক ফালি চাঁদ’।
১৯৯৯ সালের জানুয়ারি, স্যুই জিআন ক্যান্টোনিজ অ্যালবাম ‘হৃদয় দিয়ে বিশ্বাস’ প্রকাশ করেন। অ্যালবামের শিরোনাম গানটি অনেক তালিকার শীর্ষ গানে পরিণত হয়। এ ছাড়া একই বছরের এপ্রিলে তাঁর প্রকাশিত ম্যান্ডারিন অ্যালবাম ‘প্রেমে বিশ্বাশে’র বিক্রয় পরিমাণ ২ লাখের বেশি ছিল। এতে রাখা ‘কেন আমার আড়ালে তুমি অন্য কাউকে ভালোবাসো?’ গানটি তাঁর প্রতিনিধিত্বমূলক গানগুলোর অন্যতম। বন্ধুরা, গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজকে ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষে আমি আপনাদের ‘হৃদয় দিয়ে বিশ্বাস’ এবং ‘কেন আমার আড়ালে তুমি অন্য কাউকে ভালোবাসো?’ গান দু’টো এক সাথে শোনাব।
(প্রেমা/হাশিম)