চলতি বছরে রাশিয়ায় ড্রোন উত্পাদন ১০ গুণ বাড়বে: পুতিন
2024-09-20 11:42:17

সেপ্টেম্বর ২০: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল (বৃহস্পতিবার) বলেছেন, চলতি বছর ড্রোন উত্পাদনের পরিমাণ ব্যাপকভাবে বাড়িয়ে দেবে দেশটি, যা গত বছরের চেয়ে ১০ গুণে দাঁড়াবে বলে অনুমান করা হচ্ছে।

এদিন সেন্ট পিটার্সবার্গে আয়োজিত সামরিক শিল্প কমিশনের অধিবেশনে তিনি এ কথা বলেন। ২০২৩ সালে রুশ বাহিনী মোট ১.৪ লাখ বিভিন্ন ধরনের ড্রোন গ্রহণ করেছে।

এদিন সেন্ট পিটার্সবার্গের প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করেন পুতিন। তিনি ড্রোনের নমুনা ও মনুষ্যবিহীন আকাশ পর্যবেক্ষণ ব্যবস্থা সম্পর্কে অবহিত হন।

(সুবর্ণা/হাশিম/প্রেমা)