আরেকটি বিপর্যয় এড়াতে ইসরায়েলকে ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান চীনের
2024-09-20 14:58:44

সেপ্টেম্বর ২০: ইসরায়েলকে শক্তির ব্যবহার এবং সম্পূর্ণ সামরিক বিজয়ের মিথ ত্যাগ করা, গাজা আঞ্চলে সামরিক অভিযান বন্ধ করা এবং লেবাননের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘণের আচরণ বন্ধ করাসহ ওই অঞ্চলকে আরেকটি বিপর্যয়ের দিকে টেনে না নিতে যাবতীয় ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানায় চীন। জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি কেং শুয়াং গতকাল (বৃহস্পতিবার) ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে নিরাপত্তা পরিষদের উন্মুক্ত সভায় এ কথা বলেছেন।

কেং শুয়াং বলেন, গত ১৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের দশম জরুরি বিশেষ অধিবেশনে আন্তর্জাতিক বিচার আদালতের উপদেষ্টা মতামত বাস্তবায়নের জন্য ফিলিস্তিন রাষ্ট্রের একটি প্রস্তাব ব্যাপকভাবে গৃহীত হয়। এই সংকটময় মুহুর্তে যখন গাজার সংঘাত ক্রমাগত খারাপ হচ্ছে এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি জটিল এবং সমাধান করা কঠিন, তখন এই প্রস্তাব গৃহীত হওয়া ঐতিহাসিকভাবে অত্যন্ত তাত্পর্যপূর্ণ।

কেং শুয়াং আরও বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাব আনুযায়ী ইসরায়েলকে তার অবৈধ দখলের অবসান ঘটাতে হবে, সমস্ত পক্ষকে, ইসরায়েলকে তার দখল বজায় রাখার জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবে আন্তর্জাতিক আইনী প্রশাসনে অবিচল থাকা এবং ‘দুই-রাষ্ট্র সমাধান’ প্রস্তাব তাড়াতাড়ি বাস্তবায়ন করার কথা পুনঃব্যক্ত করা হয়েছে। 

(রুবি/হাশিম/সুবর্ণা)