সেপ্টেম্বর ২০: ওয়ার্ল্ড ম্যানুফ্যাকচারিং কনফারেন্স ২০২৪ আজ (শুক্রবার) আনহুই প্রদেশের হ্যফেই শহরে উদ্বোধন করা হয়েছে। জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান চাং ছিং ওয়েই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন।
চাং ছিং ওয়েই উল্লেখ করেছেন যে, এ সম্মেলনের লক্ষ্য বিশ্ব উত্পাদন সম্মেলনে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অভিনন্দন পত্রের চেতনা বাস্তবায়ন করা, সক্রিয়ভাবে বিনিময় ও সহযোগিতার জন্য একটি প্ল্যাটফর্ম গঠন করা, বিশ্বব্যাপী উত্পাদনের উচ্চ-মানের উন্নয়ন প্রচার করা এবং ভাগাভাগি ও জয়-জয় সাফল্য অর্জন করা।
তিনি বলেন, চীন চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের নতুন সুযোগ ভাগাভাগি করতে, যৌথভাবে উত্পাদন শিল্পের ডিজিটাল রূপান্তর উন্নীত করতে, পারস্পরিক সুবিধা জোরদার করতে, যৌথভাবে উচ্চ-স্তরের উন্মুক্ত সহযোগিতা আরও গভীর করতে, যৌথভাবে বিশ্বের শিল্প চেইনের নিরাপত্তা রক্ষায় বিশ্বের সব পক্ষের সঙ্গে কাজ করতে চায়। যাতে অর্থনৈতিক বিশ্বায়নের সুস্থ বিকাশ এগিয়ে নেওয়া যায়।
(জিনিয়া/তৌহিদ/ফেই)