চীন-নেপাল সম্পর্ক উন্নত করতে চায় চীন: সি চিন পিং
2024-09-20 18:38:00

সেপ্টেম্বর ২০: নেপালের জাতীয় দিবস উপলক্ষ্যে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং নেপালের প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেলকে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।

বার্তায় প্রেসিডেন্ট সি বলেন, চীন ও নেপাল হলো বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। দুই দেশ উন্নয়ন ও সমৃদ্ধি বাস্তবায়নের পথে পরস্পরের ভালো অংশীদার, এবং পরস্পরের জন্য সুযোগ। চীন ও নেপালের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬৯ বছরে, দু’দেশ সবসময় পরস্পরকে সম্মান করে, সমান আচরণ করে, এবং একে অপরকে সাহায্য করে। তিনি দু’দেশের সম্পর্কোন্নয়নের ওপর অনেক গুরুত্ব দেন। তিনি চীন ও নেপালের যৌথ উন্নয়ন ও সমৃদ্ধ কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ক উন্নত করতে চান।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)