পরমাণু শক্তি ‘গ্লোবল সাউথ’উপকৃত করার চেতনা আইএইএ’র প্রস্তাবে লিপিবদ্ধ করা হয়েছে
2024-09-20 11:41:22

সেপ্টেম্বর ২০: গতকাল(বৃহস্পতিবার)আন্তর্জাতিক পরমাণু সংস্থার(আইএইএ)৬৮তম অধিবেশনে পরামর্শের মাধ্যমে ’৭৭ গোষ্ঠী ও চীনের’ যৌথ উত্থাপিত ‘আইএইএ’র প্রযুক্তি সহযোগিতা জোরদার’প্রস্তাব গৃহীত হয়েছে।তাতে প্রথমবারের মতো ‘গ্লোবল সাউথ’চেতনা অন্তর্ভুক্ত রয়েছে,আইএইএ’র সচিবালয় বিভিন্ন সদস্যদেশকে প্রযুক্তিগত সহযোগিতায় সমর্থন দিতে গুরুত্ব দেওয়া হয়েছে এবং উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোর কাছে প্রযুক্তি সমর্থন দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে,যাতে ‘গ্লোবল সাউথ’দেশগুলো শান্তিভাবে আবণিক শক্তি প্রয়োগ করা যায় এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার বাস্তবায়নে দ্রুত করা যায়।

আইএইএতে নিযুক্ত চীনা স্থায়ী প্রতিনিধি লি সং বলেছেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সহযোগিতা বিভিন্ন উন্নয়নশীল দেশগুলোর জন্য অতি গুরুত্বপূর্ণ। কেবল উন্নয়নের মাধ্যমে বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব এবং আন্তর্জাতিক সহযোগিতায় ‘গ্লোবল সাউথ’চেতনার সম্প্রসারণও জরুরি। এবার পরামর্শে চীন ‘পরমাণু শক্তিতে গ্লোবল সাউথকে উপকৃত করা’তত্ত্ব পেশ করেছে,তাও বিভিন্ন উন্নয়নশীল দেশের মধ্যে জনপ্রিয়।

তিনি আরো বলেন, চলতি বছরে আইএইএতে চীনের যোগ দেওয়ার ৪০তম বার্ষিকী। গত ৪০ বছরের মধ্যে চীনের পরমাণু শিল্পের দ্রুত উন্নয়ন এবং আন্তর্জাতিক সমাজের সাথে উন্মুক্তকরণের সাফল্য বেশ আকর্ষণীয়।এবার অধিবেশন চলাকালে ‘গ্লোবল সাউথ’ ও বিশ্বের বিভিন্ন দেশের কাছে ১২টি পরমাণু গবেষণার ও স্থাপনার উন্মুক্ত করার ঘোষণা নিয়েছে বেইজিং,তাও প্রযুক্তিগত উদ্ভাবন ও যৌথ উন্নয়নের বাস্তবায়নে চীনের আশাবাদ।চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব বাস্তবায়নে বিভিন্ন সদস্যদেশের সাথে সার্বিক সহযোগিতা করবে চীন,যাতে পরমাণু প্রযুক্তি উন্নয়নের অভিজ্ঞতা উপভোগ করা যায় এবং শান্তি ও উন্নয়নে পরমাণু শক্তির আরো বেশি অবদান রাখা যায়।(সুবর্ণা/হাশিম/প্রেমা)