আয়োজনের ২০ বছরে চীন-আসিয়ান মেলা ফলপ্রসূ হয়েছে
2024-09-20 18:20:59

সেপ্টেম্বর ২০: ২১তম চীন-আসিয়ান মেলা ২৪ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চীনের কুয়াংসি প্রদেশের নান নিং শহরে অনুষ্ঠিত হবে।

শুল্ক বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চীন-আসিয়ান মেলা আয়োজনের ২০ বছরে, চীন ও আসিয়ান দেশগুলোর বাণিজ্যের আকার দ্রুত বাড়ছে। ২০০৪ সালের ৮৭৬.৩ বিলিয়ন ইউয়ানের বাণিজ্যিক আকার ২০২৩ সালে বেড়ে হয়েছে ৬.৪১ ট্রিলিয়ন ইউয়ান। বার্ষিক বৃদ্ধির হার ১১ শতাংশ।

চলতি বছরের প্রথম আট মাসে আসিয়ানের সঙ্গে চীনের আমদানি-রপ্তানি হয়েছে ৪.৫ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি। যা চীনের বিদেশি বাণিজ্যের মোট ১৫.৭ শতাংশ। আসিয়ান অব্যাহতভাবে চীনের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। এর মধ্যে রপ্তানির মূল্য ২.৬৯ ট্রিলিয়ন ইউয়ান, বৃদ্ধির হার ১৩.১ শতাংশ। আমদানি ৫.৭ শতাংশ বেড়ে হয়েছে ১.৮১ ট্রিলিয়ন ইউয়ান।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)