কোরীয় উপদ্বীপ ও উত্তর-পূর্ব এশিয়ায় দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতার জন্য সব পক্ষের গঠনমূলক ভূমিকা চায় চীন
2024-09-20 18:35:47

সেপ্টেম্বর ২০: এ বছর ১৯ সেপ্টেম্বর ছয় পক্ষের আলোচনার যৌথ বিবৃতির ১৯তম বার্ষিকী। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, আশা করা যায় কোরীয় উপদ্বীপ ও উত্তর-পূর্ব এশিয়ায় দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা অর্জনে সব পক্ষ গঠনমূলক ভূমিকা পালন করবে।

মাও নিং উল্লেখ করেন যে, ১৯ সেপ্টেম্বর ছয় পক্ষের আলোচনার যৌথ বিবৃতিটি সংশ্লিষ্ট সব পক্ষের যৌথ প্রচেষ্টার ফলাফল। পাশাপাশি, পরিস্থিতি স্থিতিশীল করা ও উত্তেজনা কমাতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং উপদ্বীপ ইস্যুতে রাজনৈতিক নিষ্পত্তির প্রচার সব পক্ষের সাধারণ স্বার্থের জন্য এবং আন্তর্জাতিক সমাজের সাধারণ প্রত্যাশার সঙ্গে জড়িত।

(জিনিয়া/তৌহিদ/ফেই)